বিয়ানীবাজারকণ্ঠ ডেস্ক ::
স্থপতি ভ্রমন সাহিত্যিক লেখক শাকুর মজিদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেট মালনিছড়া চাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট থেকে বিমানযোগে ঢাকায় আসার আগে তিনি এই সড়ক দূর্ঘটনায় পতিত হন। সিলেট ওসমানি বিমানবন্দরে যাবার সময় মালনিছড়া চা বাগানের সামনে সিএনজির সাথে প্রাইভেট কারের সংঘর্ষে তিনি আহত হন। তার বাম হাতের দুই জায়গার হাড় ভেঙ্গে গেছে, শরিরে বিভিন্ন যায়গায় চোট পেয়েছেন। তার মোবাইল ফোনটিও হারিয়ে গেছে।
বর্তমানে ঢাকার একটি ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছে। হাতের ভাঙ্গা স্থানে অস্ত্রাপচার করা হতে পারে। তবে বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।